মো: আমজাদ হোসেন-ডিমলা-নীলফামারী:- আজ ৮ জানুয়ারি বেলা ১২ ঘটিকার সময় ডিমলা উপজেলার ১ নং পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ গ্রামের আবু তৈয়ব এর দ্বিতীয় সন্তান ২ বছর বয়সের শিশু তাওসিফ এর পানিতে ডুবে মৃত্যু। জানা যায় আজ সকালবেলা তাওসিফ প্রতিদিনের ন্যায় সকাল থেকে আঙ্গিনায় খুলিতে অন্যান্য ছেলেদের সাথে খেলতে থাকে কিছুক্ষণ পর তার মা নুসরাত তাবাসসুম রানি ছেলে তাওসিফকে খুঁজলে আশেপাশে ডাকাডাকি করেও তাকে খুঁজে পাওয়া যায়নি চারদিক খোঁজাখুঁজির পর খুলির পাশে পুকুরে ভাসানো লাশের চিহ্ন দেখা যায়। স্থানীয় লোকজন সহ পাড়া প্রতিবেশীগণ তাড়াহুড়া করে পুকুরে নেমে তাওছিব কে উঠিয়ে ডিমলা সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্মরত চিকিৎসক তাওছিফকে মৃত ঘোষণা করেন। অতঃপর অত্র পরিবারে শোকের ছায়া এবং কান্নার রাহাজানি নামিয়ে পড়ে।বাদ মাগরিব তাত্তছিব এর জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
Leave a Reply